• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আপনি নিজে নির্বাচিত হয়েছেন কোন মানুষের ভোটে?


ফেসবুক থেকে ডেস্ক জুন ২১, ২০১৯, ১০:৪৭ পিএম
আপনি নিজে নির্বাচিত হয়েছেন কোন মানুষের ভোটে?

ঢাকা: নির্বাচন নিয়ে জনগণ আগ্রহ হারিয়ে ফেলেছে। উপজেলা নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যায়। মসজিদে মসজিদে ঘোষণা দিয়েও ভোটারদের আনা যায় না। এটা নির্বাচনের জন্য শুধু নয়, গণতন্ত্রের জন্যও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (১৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মেননের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-

তিনি লেখেন, রাশেদ খান মেনন এখন বলেন নির্বাচনে ভোট দিতে লোক পাওয়া যায় না। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। খুব ভাল কথা। তো মেনন ভাই আপনি নিজে নির্বাচিত হয়েছিলেন কোন মানুষদের ভোটে? তাও একবার না, পরপর দুবার। বিবেক থাকলে নিজেরটাও বলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!