• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকরি না পেয়ে আত্মহত্যা


নিউজ ডেস্ক মার্চ ১৬, ২০১৯, ০৮:৩৪ পিএম
ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকরি না পেয়ে আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ঢাকা: বেকারত্ব একটি অভিশাপ। প্রতিদিন বিষণ্ণ মনে বাসা থেকে বেড়িয়ে যান তিনি। বাবা-মার হতাশা মিশ্রিত মুখ দেখতে কার ভাল লাগে? ইঞ্জিনিয়ারিং পাস করা একজন বেকার ছেলে। এখনো কোন চাকুরী তার ভাগ্যে জুটেনি, চাকুরীর সন্ধান করেনি এমন নয়, সন্ধান অনুসন্ধান সবই করেছে। শতশত চাকুরীর ইন্টার্ভিউ দিয়েছে কিন্তু চাকুরী একটাও হয়নি, এখনো তার লকারে শখানেক চাকুরী সংক্রান্ত কাগজপত্র পড়ে আছে।

শেষ পর্যন্ত চাকরি না পেয়ে আত্মঘাতী হলেন ভারতের পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং-এর এক ছাত্র। ওই ছাত্রের নাম উৎপল ঘোষ। বীরভূমের সিউড়ির সমন্বয় পল্লির বাসিন্দা ছিলেন উত্পল। শনিবার সকালে নিজের ঘর থেকেই উত্পলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তার পরিবার জানিয়েছে, তিন বছর আগেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন উত্পল। এরপর চাকরির আশায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেন তিনি। কিন্তু চাকরি পাননি। এ কারণে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন উৎপল। বেশ কিছুদিন ধরে কারও সঙ্গেই ভালোভাবে কথাবার্তাও বলছিলেন না। খাওয়া-দাওয়াও করছিলেন না ঠিকভাবে। এরপর আজ সকালে তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন জানিয়েছেন, শুক্রবার রাতে খাওয়ার পর ঘুমাতে গিয়েছিলেন উৎপল। কিন্তু শনিবার অনেক বেলা হয়ে গেলেও ঘুম না ওঠায় সন্দেহ হয় সবার। তারা দরজা ধাক্কা দিতেই দেখেন ভেতর থেকে বন্ধ রয়েছে। কিন্তু অন্য দিন দরজা খোলা থাকে। এরপরই পর দরজা ভেঙে উৎপলের মরদেহ দেখেন তারা। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ এসে উত্পলের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। উত্পলের বাবা চিটফান্ড সংস্থা রোজভ্যালির এজেন্ট ছিলেন। বর্তমানে তার কোনও উপার্জন নেই। অন্যদিকে, পাস করার পরেও উপযুক্ত চাকরি পাননি উত্পল। ফলে সবকিছু মিলিয়ে নিদারুণ অর্থকষ্টের মধ্যে দিন কাটছিল উত্পলের পরিবারের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!