• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইবিতে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ মিছিল


ইবি প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৩:৫৪ পিএম
ইবিতে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ মিছিল

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব টাকার মাধ্যমে নেতা হয়েছেন বলে দাবি করেছেন পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা।

রোববার সকাল ১০টায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সভাপতি ও সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষনা করে তারা।

জানা যায়, গত ১৪ জুলাই রাতে স্থগিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়। সম্প্রতি ৪০ লাখ টাকার বিনিময়ে সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবব এমন একটি অডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষোভে ভেটে পড়ে পদবঞ্চিত নেতা-কর্মীরা। এর প্রেক্ষিতে রোববার সকালে টাকার বিনিময়ে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। 

এবিষয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া তারই আদর্শের সংগঠন। এর একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য আছে। টাকার বিনিময়ে কমিটি এই ঐতিহ্যকে ভূলন্ঠিত করেছে। বর্তমান কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের দাবি, যেন অবৈধ এই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।’  

এবিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে, কোন সিদ্ধান্ত নিলে কেন্দ্র নিবে। এরা কমিটিকে অবাঞ্চিত ঘোষনার কে? আমার বিরুদ্ধে অনৈতিক কোন অভিযোগ প্রমাণিত হলে স্বেচ্ছায় সভাপতি পদ থেকে পদত্যাগ করব।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!