• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একদিনে ভারতে রেকর্ড ১৮,৬৫৩ জন করোনায় আক্রান্ত


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১, ২০২০, ০৮:৩০ পিএম
একদিনে ভারতে রেকর্ড ১৮,৬৫৩ জন করোনায় আক্রান্ত

ছবি: ইন্টারনেট

ঢাকা: ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২,১৭,৯৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে একদিনে রেকর্ড ১৮,৬৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসময়ে দেশটিতে মারা গেছেন ৫০৭ জন। বুধবার (১ জুলাই)  এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির মন্ত্রণালয়টির তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮৫,৪৯৩ জনে। এরমধ্যে ২,২০,১১৪ টি জনের মধ্যে এখনও ভাইরাসটি বিদ্যমান রয়েছে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১৭,৪০০ জন এবং সুস্থ হয়েছেন, ৩,৪৭,৯৭৯ জন। সুস্থ হার মোট শনাক্তের ৫৯.৪৩ শতাংশ।

জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২,১৭,৯৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলে দেশটিতে ৮৮,২৬,৫৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির উড়িষ্যা প্রদেশের ২৫১ জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হন,  এছাড়া ২৪৩ জন সুস্থ হয়েছেন  বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!