• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখন থেকে পরীক্ষা হবে ‘প্রশ্নফাঁসমুক্ত’ বললেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৯, ০৩:৩৯ পিএম
এখন থেকে পরীক্ষা হবে ‘প্রশ্নফাঁসমুক্ত’ বললেন শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম: এখন প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা হবে এমন আশার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন- আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেটি আমাদের সবার জন্যই কিন্তু পরীক্ষা। সেই পরীক্ষায় সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। এখন প্রশ্নফাঁসমুক্ত, নকলমুক্ত সুষ্ঠু, সুন্দর পরীক্ষা হবে বলে আশা করছি।   

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক পথের খোঁজে নামবেন না। পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে। সেটিই আমরা চাই। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না।

এছাড়াও অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার কুসুম দেওয়ান, রাজশাহীর প্রফেসর মো. আবুল কালাম আজাদ, যশোরের প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, বরিশালের প্রফেসর মোহাম্মদ ইউনুস, মাদ্রাসা শিক্ষা বোর্ডের একেএম ছায়েফ উল্যা, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন ড. অরুণা বিশ্বাস, রওনক মাহমুদ, সালমা জাহান, শহীদুল ইসলাম চৌধুরী, শামসুল হুদা, মোজাম্মেল হোসেন খান প্রমুখ।  ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সীমা হোড়ের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন করে ছাত্রীরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!