• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলিফ্যান্ট রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২০, ০৭:০৮ পিএম
এলিফ্যান্ট রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ৩৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডের ওই বহুতল ভবনের আগুন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পুরোপুরি নিভে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার বৈদ্যুতিক বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে ১০০/১৭ নম্বর এলিফ্যান্ট রোডের ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!