• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস এখনও শক্তিশালী দাবি ডব্লিউএইচও’র


আন্তর্জাতিক ডেস্ক জুন ২, ২০২০, ০৯:৫৩ এএম
করোনাভাইরাস এখনও শক্তিশালী দাবি ডব্লিউএইচও’র

ঢাকা : ‘করোনাভাইরাস শিগগিরই দুর্বল হয়ে পড়বে না, এটি এখনও শক্তিশালী’- বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর দাবি করেন ‘করোনাভাইরাস দুর্বল হয়ে পড়েছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর ইতালিতে নেই।’ তার এমন দাবির প্রেক্ষিতে এ মন্তব্য করেন মাইকেল রায়ান।

মাইকেল রায়ান বলেন, এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন। অনেক বেশি টেস্টিংয়ের ফলে হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে।

ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ হাজার ৪৭৫ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৫ জন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!