• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কার্নিভালে গাড়ি চাপায় ১৮ শিশুসহ আহত ৫২


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৭:০৭ পিএম
কার্নিভালে গাড়ি চাপায় ১৮ শিশুসহ আহত ৫২

ঢাকা : জার্মানির মধ্যাঞ্চলীয় হেসে শহরে সোমবার অনুষ্ঠিত একটি কার্নিভাল শোভাযাত্রার মধ্যে একটি গাড়ি ঢুকে পড়লে চাপা পড়ে ১৮ শিশুসহ ৫২ জন আহত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এএফপিকে একথা জানিয়েছে।

মধ্যাঞ্চলের হেসে স্টেটের পুলিশ মঙ্গলবার টুইটারে জানায়, ১৮ জন শিশুসহ মোট ৫২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে এখনও ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ১৭ জনকে সুস্থ হওয়ার পরে ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার বিকেলে ভোল্কমার্সেনের ছোট হেসিয়ান শহরে অনুষ্ঠিত ওই কার্নিভাল শোভাযাত্রায় ২৯ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তি বেসামালভাবে গাড়ি চাপা দেয়ার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও জরুরি সেবা পৌঁছে যায়।

এর মাত্র কয়েক দিন আগে, হানাও এলাকায় এক বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে অভিবাসীসহ ৯ জন নিহত হন। হেসেতেও আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনুরূপ হামলা চালানো হয়।

তবে, এটি কার্নিভাল দুর্ঘটনা নাকি হামলা, কর্তৃপক্ষ সে বিষয়ে মন্তব্য না করে বলেন, চালক নিজেও আহত হয়েছে। তাই তাকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।

তারপরও এটি হত্যা চেষ্টা কিনা তা খতিয়ে দেখতে জার্মান ওই নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফ্রাঙ্কফুর্টের প্রসিকিউটররা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!