• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কূটনীতিকের সঙ্গে ফখরুল-কামালের বৈঠক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০১৯, ০১:১১ পিএম
কূটনীতিকের সঙ্গে ফখরুল-কামালের বৈঠক

ঢাকা : মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ কয়েকজন ক‚টনীতিকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গুলশান ২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় এ বৈঠক হয়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের ব্যাপারে বিএনপি অথবা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না। এছাড়া টেলিফোনে কথা বলতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি একটা মিটিংয়ে আছি পরে কথা বলবো।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!