• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার: সংঘর্ষ-হামলার ঘটনায় ৪ মামলা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০১৮, ০৯:২৬ পিএম
কোটা সংস্কার: সংঘর্ষ-হামলার ঘটনায় ৪ মামলা

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা-ভাংচুরের ঘটনায় শাহবাগ থানায় ৪টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করা হয়েছে।

উপাচার্যের বাড়ির হামলার ঘটনার বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে বাকি ৩টি মামলা করেছে। তবে মামলায় কোনো আসামির নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

গত ৮ এপ্রিল রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ওইদিন রাতভর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে উপাচার্য দাবি করেছেন, তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। হামলা ছিল পরিকল্পিত। তিনি বলেছিলেন বিশ্ববিদ‌্যালয়ের ছাত্ররা এতে জড়িত নয়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!