• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সুষ্ঠু নির্বাচনে প্রত্যয়ী ইসি


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০১৮, ০১:২৩ পিএম
গাজীপুরে সুষ্ঠু নির্বাচনে প্রত্যয়ী ইসি

ঢাকা : খুলনার নির্বাচন নিয়ে সমালোচনায় থাকা নির্বাচন কমিশন (ইসি) চাইছে গাজীপুরে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। ইতোমধ্যে একাধিকবার গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, ‘আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট সব পক্ষ নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে একমত হয়েছে। তারা ২৬ জুন সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছে।’ গাজীপুরের নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে এবং এর পেছনে প্রশাসনের কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুরের নির্বাচন গ্রহণযোগ্য করতে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতায় আমরা আরো গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনে ত্রুটি কমিয়ে আনতে বিগত কয়েকটি সিটি নির্বাচনের অভিজ্ঞতায় আরো গোছানো, আরো সতর্কতামূলক একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

বিগত সিটি নির্বাচনগুলোয় যেখানে যে ত্রুটির কথা আমরা জানতে পেরেছি, তার প্রত্যেকটি অভিযোগেরই তদন্ত করে দেখেছি। ত্রুটিযুক্ত থাকায় খুলনা সিটি নির্বাচনে তিনটি কেন্দ্রের নির্বাচন বাতিল করে দিয়েছে কমিশন।’

গত ১৫ মে খুলনা সিটি নির্বাচনে পুলিশের ‘প্রশ্নবিদ্ধ’ ভূমিকা নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় পুলিশ আমাদের নিয়ন্ত্রণে থাকে না। পুলিশ নির্বাচনী বুথের ভেতরেও অবস্থান করে না। বাইরে থেকে তারা দায়িত্ব পালন করে।’

নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো, বিশেষত ২৮টি সংস্থার জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) নির্বাচনে যে ১৩১টি ত্রুটি উল্লেখ করেছে, তার সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। আসন্ন জিসিসি নির্বাচন নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সাংবিধানিক সংস্থাটি খুলনার নির্বাচনে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, সেসব কাটিয়ে উঠে গাজীপুরের জন্য কাজ করতে হবে।’

তার মতে, খুলনা সিটি নির্বাচনে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, সেসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটার বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। খুলনার ব্যর্থতা যেন গাজীপুরে না ঘটে তা নিশ্চিতে এখন থেকে কাজ শুরুর পরামর্শও দেন বদিউল আলম।  জিসিসিতে মেয়র পদ ছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ড মিলিয়ে ৭৬ কাউন্সিলর পদে নির্বাচন হবে।

১৮ জুন থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন, যা নিয়মানুযায়ী রোববার (২৪ জুন) শেষ হবে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ভোটে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে কমিশন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!