• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাম ঝরিয়ে শেষ মুহূর্তে জিতল ব্রাজিল


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০১৮, ০৯:১৩ এএম
ঘাম ঝরিয়ে শেষ মুহূর্তে জিতল ব্রাজিল

ঢাকা: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনার বারুদ থাকে। প্রতিপক্ষ একে অপরের দিকে তেড়েফুঁড়ে যাবে। কিন্তু সৌদি আরবের জেদ্দায় এর কিছুই দেখা গেল না। মঙ্গলবার সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। তবে সেটা ম্যাচের শেষ মুহূর্তে যোগ হওয়া সময়ে আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে, নেইমারের অসাধারণ এক কর্নার কিক থেকে মিরান্ডার মাথা ছুঁয়ে পাওয়া গোলে।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখতে টুইটম্বুর হয়ে পড়েছিল জেদ্দার বাদশাহ আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম। দর্শকেরা অনেক প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন রোমাঞ্চকর ম্যাচ দেখার আশায়। কিন্তু সেটি আর হলো কোথায়! গোটা ম্যাচে দুই দল মিলে গোলমুখে ২৩টি শট নিয়েছে।

এর মধ্যে ব্রাজিলের শট ১২টি অন্য ১১টি শট আর্জেন্টিনার। এই ২৩ শটের বেশির ভাগই আবার দ্বিতীয়ার্ধের শেষদিকে।  ২৩টি শটের মধ্যে গোলমুখে ছিল মাত্র ৪টি শট। নেইমার-জেসুসরা ৩টি শট লক্ষ্যে রাখতে পারলেও ইকার্দি-দিবালারা গোলমুখে শট রাখতে পেরেছিলেন মাত্র ১টি!

প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। সুযোগটা কাজে লাগাতে পারেননি জিওভানি। প্রথমার্ধেই আরও একটি সুযোগ পায় লিওনেল স্কালোনীর শীষ্যরা। এবারও গোল দিতে ব্যর্থ আর্জেন্টিনা।

তবে ম্যাচের ২৮ মিনিটে আর্জেন্টিনাকে রক্ষা করেন ওটামেন্ডি। মিরান্ডার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন তিনি। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ডি-বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু  নেইমার আর্জেন্টাইন রক্ষণ দেয়ালে শট মেরে বসেন।

দ্বিতীয়ার্ধে হলুদ কার্ড দেখেন নেইমার। ম্যাচের শেষদিকে নেইমার বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ব্রাজিলের খেলায় ছিল না ছন্দ। নির্ধারিত সময় খেলা ছিল গোলশূন্য। শেষ বাঁশি বাজানোর আগে অতিরিক্ত চার মিনিট সময় দেন রেফারি। যোগ হওয়া সময়ের শেষ মিনিটে কর্নার কিক পায় ব্রাজিল। নেইমারের অসাধারণ শটে ফাঁকায় থাকা মিরান্ডা মাথা ছোঁয়ালে গোল পায় ব্রাজিল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেলের দেশ।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!