• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়ের দারপ্রান্তে টাইগাররা


স্পোর্টস ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০১:৪১ পিএম
জয়ের দারপ্রান্তে টাইগাররা

ঢাকা: চাপ কাটিয়ে উঠতে পারছে না জিম্বাবুয়ে। এতে মুষড়ে পড়ে একে একে ফিরে যাচ্ছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সবশেষ যাওয়া-আসার মিছিলে যোগ দিলেন অভিজ্ঞ সিকান্দার রাজা। মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে তাকে ফেরালেন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

শেষ খবর পর্যন্ত ৬ উইকেটে ১৪৩ রান করেছে জিম্বাবুয়ে। স্বভাবতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারা। ইনিংস হার এড়াতে এখনো ১৫২ রান প্রয়োজন তাদের। ফলে জয়ের দোরগোড়ায় বাংলাদেশ। টিমিসেন মারুমা ২২ রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন রেগিস চাকাভা।

পরে ক্রেগ অরভিনকে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করেন অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলর। তবে বাদ সাধেন নাঈম হাসান। টেইলরকে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। নিজের তৃতীয় শিকার বানিয়ে তাকে ফেরান ডানহাতি অফস্পিনার। ফলে আরো চাপে পড়ে জিম্বাবুয়ে।

এ অবস্থায় সিকান্দার রাজাকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন অরভিন। দারুণ খেলতে থাকেন তিনি। অপর প্রান্ত থেকে ভালো সমর্থনও পান। ফলশ্রুতিতে জমে যাচ্ছিল তাদের জুটি। তাতে ধীরে ধীরে চাপ কাটিয়ে উঠছিল জিম্বাবুয়ে।

তবে হঠাৎ ছন্দপতন। রান নিতে গিয়ে কাটা পড়েন অরভিন। ফেরার আগে ওয়ানডে মেজাজে ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন তিনি। স্বাভাবিকভাবেই চোখ রাঙাচ্ছিলেন সফরকারী অধিনায়ক। অসাধারণ থ্রোতে তাকে রানআউট করেন বাংলাদেশ ক্যাপ্টেন মুমিনুল হক। তাতে রাজার সঙ্গে অরভিনের ভাঙে ৬০ রানের জোট।

সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে সবক'টি উইকেট হারিয়ে ২৬৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৫৬০ রান তোলে বাংলাদেশ। ফলশ্রুতিতে ২৯৫ রানে পিছিয়ে থেকে সোমবার শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন জিম্বাবুইয়ানরা।

তবে শুরুটা শুভ হয়নি তাদের। সূচনালগ্নেই হোঁচট খান তারা। দলীয় ৯ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। খানিক ব্যবধানে দ্রুত ফেরেন প্রিন্স মাসভাউরে ও ডোনাল্ড তিরিপানো। দুজনকেই সাজঘরে ফেরান নাঈম হাসান।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!