• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রলারডুবি: নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ১০:১৯ পিএম
ট্রলারডুবি: নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল

সোনালীনিউজ ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় ইট বোঝাই ট্রাকসহ যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে বরিশাল থেকে একটি ডুবুরি দল যাচ্ছে।

প্রধান ডুবুরি হাবিবুর রহমানের নেতৃত্বে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলটি রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রওনা হয়েছে।

যদিও এর আগে, বরগুনার আমতলী, পটুয়াখালী এবং খেপুপাড়া থেকে তিনটি ইউনিট সেখানে নিখোঁজদের সন্ধ্যানে নদীতে নেমেছে। ওই অভিযানে নৌ বাহিনীর একটি টিমও রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবুল হোসেন জানান, ইতোমধ্যে তারা ১৪ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। বাকি যাত্রীরাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে কলাপাড়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্রলারের ওপর পড়ে যায়। এতে ট্রাকসহ ট্রলারটি নদীতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তলিয়ে যাওয়া ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল। যাত্রীদের অনেকেই নিখোঁজ রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কেউ কেউ সাঁতরে তীরে উঠেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!