• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিমের উপর ডিম রেখে গিনেস রেকর্ড, ভাইরাল ভিডিও


আন্তর্জাতিক ডেস্ক জুন ২২, ২০২০, ১২:১৯ পিএম
ডিমের উপর ডিম রেখে গিনেস রেকর্ড, ভাইরাল ভিডিও

ঢাকা : কোনো বাহ্যিক শক্তি ছাড়াই দিব্য একটির উপর একটি ডিম দাঁড় করিয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেন আবেল হামীদ। যে ভিডিও দেখে অবাক নেট পাড়া। স্থানীয় সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, মাত্র ছয় বছর বয়স থেকেই এই যুবক ব্যালেন্সের খেলায় মেতে উঠেছিল। এখন তাঁর বয়স মাত্র কুড়ি।

সমতলেই ডিম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। সেখানে একটা ডিমের উপর আরও দুটি ডিম দাঁড় করিয়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আবেলহামীদ জানিয়েছে, ব্যালেন্স রাখতে গেলে, সব সময় প্রতিটি জিনিসের ভরকেন্দ্রকে একটি সরলরেখায় আনতে হবে। যা মনোযোগ ও ধৈর্য্যের বিষয়। তবে এই পারদর্শীতায় অভ্যাস হয়ে গিয়েছে ওই যুবকের।

জানা গিয়েছে, আবেলহামীদের জন্মস্থান ইয়েমেনে, বর্তমানে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বাসিন্দা। তবে এই ভিডিও তিনি এপ্রিল মাসে করেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার পরই তাদের দৌলতে ভাইরাল হয়ে পরে গোটা বিষয়টি।

ডিমকে সোজা করে দাঁড় করাতে অন্তত পাঁচ সেকেন্ড সময় লেগেছে যুবকের।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!