• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকাতেই করোনায় আক্রান্ত প্রায় ২০০


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২০, ১০:৫৪ এএম
ঢাকাতেই করোনায় আক্রান্ত প্রায় ২০০

ছবি: ইন্টারনেট

ঢাকা: চলমান করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৩৩০ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকাতেই ১৯৬ জন। দেশের ২১টি জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে করোনা শনাক্তের জেলাভিত্তিক আপডেট তথ্যে দেখা গেছে। 

জানা গেছে, ঢাকার পরই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন নারায়ণগঞ্জে। এরইমধ্যে লকডাউন করে দেয়া জেলাটিতে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মাদারীপুরে ১১ জন রোগী শনাক্ত হয়েছেন। 

এর বাইরে আর কোনো জেলাতেই শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দুই অঙ্কে পৌঁছানি। এছাড়া চট্টগ্রামে ৯, গাইবান্ধায় ৮, ময়মনসিংহ, কুমিল্লা ও নরসিংদীতে ৪ জন করে কোভিড নাইন্টিন আক্রান্ত রোগী পাওয়া গেছে। 

এদিকে রাজধানীর উত্তরায় সবচেয়ে বেশি ১৬ জন আক্রান্ত হয়েছেন। উত্তরার পরে ধানমন্ডিতে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরান ঢাকার ওয়ারিতে ১০, বাসাবো ও মিরপুর এক নম্বরে ১১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। 

কোন জেলায় কতজন করোনা রোগী শনাক্ত:

ঢাকা বিভাগ:

ঢাকা সিটি-১৯৬
ঢাকা (জেলা)-১৩
গাজীপুর-২
জামালপুর-৩
কিশোরগঞ্জ-১
মাদারীপুর-১১
নারায়ণগঞ্জ-৫৯
নরসিংদী-৪
রাজবাড়ী-১
টাঙ্গাইল-২
শরিয়তপুর-১
শেরপুর-২


চট্টগ্রাম বিভাগ:

চট্টগ্রাম-৯
কক্সবাজার-১
কুমিল্লা-৪

সিলেট বিভাগ:

সিলেট- ১
মৌলভীবাজার- ১

রংপুর বিভাগ:

রংপুর-২
গাইবান্ধা-৮
নীলফামারী- ১

খুলনা বিভাগ:

চুয়াডাঙ্গা- ১

ময়মনসিংহ বিভাগ:

ময়মনসিংহ-৪

মোট-৩৩০

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!