• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাড়াশে দু’শত বছরের  ঐতিহ্যবাহী দই মেলা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৬, ০৭:০০ পিএম
তাড়াশে দু’শত বছরের  ঐতিহ্যবাহী দই মেলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে স্বরস্বতী পূঁজা উপলক্ষে প্রতিবছর ঐতিহ্যবাহী দই মেলা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও দিনব্যাপী তাড়াশ বাজারে এ মেলার আয়োজন করা হয়।

এদিকে দই মেলাকে ঘিরে এলাকায় হিন্দু-মুসলিম সবার মাঝেই সাঁজ সাঁজ রব পড়ে গেছে।

স্থানীয়রা জানায়, মেলাকে ঘিরে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনরা বেড়াতে আসায় যেন স্বজনদের মিলন মেলায় পরিণত হয়েছে পুরো এলাকা। মেলায় বগুড়ার শেরপুর, চান্দাইকোনা, শ্রীপুর, সিরাজগঞ্জের তাড়াশের প্রায় ৩০ থেকে ৩৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান নিয়ে বসেছে। সঙ্গে রয়েছে চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমাসহ হরেক রকম মুখরোচক খাবার ও খেলনার দোকান। স্বাদের ভিন্নতার সাথে হরেক রকম দইয়ের নামও রয়েছে। যেমন-ক্ষীরসা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই ও  শ্রীপুরী দই।
দই ব্যবসায়ী গোবিন্দ ঘোষ ও কার্ত্তিক ঘোষ জানান, প্রায় দুইশ' বছর ধরে প্রতি স্বরসতী পূজায় এ মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় বেচাকেনা ভাল হচ্ছে বলেও ব্যবসায়ীরা জানান।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!