• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদার আপিল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০১৮, ০৭:৩৭ পিএম
দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদার আপিল

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (১৮ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির।

এই মামলায় বিএনপির চেয়ারপারসনের সাত বছরের সাজা ও ১০ লাখ টাকা অর্থদণ্ড হয়।

নওশাদ জমির জানান, খালেদা জিয়া নিম্ন আদালতে ন্যায় বিচার পাননি। তাই ওই রায় বাতিল করে খালেদা জিয়ার খালাসের আবেদন করা হয়েছে। শিগগিরই আপিল গ্রহণযোগ্যতার শুনানির জন্য হাইকোর্টে বিষয়টি উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনসহ চার আসামিকে ৭ বছর কারাদণ্ড দেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান। রায়ে প্রত্যেককে দশ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আজ আপিল করলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ, মানহানি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিসহ মোট ৩৪টি মামলা রয়েছে। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের দণ্ড দিয়েছেন নিম্ন আদালত। দুটি মামলায় ১৭ বছর সাজা নিয়ে কারাবন্দি বিএনপির এই শীর্ষ নেতা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!