• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে একদিনে আরও ২৬১ পুলিশ করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০২০, ০৪:০০ পিএম
দেশে একদিনে আরও ২৬১ পুলিশ করোনায় আক্রান্ত

ঢাকা: পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৬১ জন পুলিশ সদস্য। সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিদিনই পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুস্থ হয়ে আবার কাজেও ফিরছেন তারা। সোমবার সকালের হিসাব অনুযায়ী করোনায় পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২৯ জন। রবিবার (৩১ মে) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৬৮ জন। করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছেন পুলিশের ৫ হাজার ১৬২ সদস্য। আইসোলোশনে আছেন আরও এক হাজার ২০৬ জন।

সারাদেশে পুলিশে করোনায় আক্রান্তের এক তৃতীয়াংশই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। সোমবার (১ জুন) পর্যন্ত ডিএমপিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫৮ জন পুলিশ সদস্য। আর এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন সদস্য।

অন্যদিকে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮৭৬ জন। তাদের মধ্যে অনেকেই আবার কাজে ফিরেছেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!