• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে লাগামহীন ভাবে বেড়েই চলেছে করোনায় মৃত্যু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২০, ০৪:২৮ পিএম
দেশে লাগামহীন ভাবে বেড়েই চলেছে করোনায় মৃত্যু

ঢাকা: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩৬ জন সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩২ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ নিয়ে দেশে মোট করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা হলো তিন লাখ ৬৩ হাজার ৪৭৯।

মহামারীতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫১। মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ।

গতকাল এক হাজার ৪৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এ সময়ে মারা যান ২৬ জন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর জানানো হয়।

এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!