• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের যেসব জেলায় করোনা আক্রান্ত পাওয়া গেছে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২০, ০৫:৪৭ পিএম
দেশের যেসব জেলায় করোনা আক্রান্ত পাওয়া গেছে

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।  এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।  মোট ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। 

ব্রিফিংয়ে আইইডিসিআরের পক্ষ থেকে জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়েছে।  সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায় ৩৬ জন, তারপরে মাদারীপুর ১০ জন, নারায়ণগঞ্জ ০৬ জন, গাইবান্ধা ০৪ জন, রংপুর, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজার ০১ জন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!