• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের কারাগারে যেভাবে রাখা হয়েছে ব্রেন্টন ট্যারেন্টকে


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৮, ২০১৯, ০১:৪২ পিএম
নিউজিল্যান্ডের কারাগারে যেভাবে রাখা হয়েছে ব্রেন্টন ট্যারেন্টকে

ঢাকা : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে ভয়াভয় সন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করেছে অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন হ্যারিসন ট্যারেন্ট। এই ঘটনার আধা ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগ এনে ২০ দিনের রিমান্ডে পাঠিয়েছে দেশটির আদালত।

আগামী ৫ এপ্রিল তাকে আবারও আদালতে হাজির করা হবে।

উজিল্যান্ডের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘স্টাফ’ জানিয়েছে, ট্যারেন্টকে অকল্যান্ডের একটি কারাগারে বিশেষ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্যারেন্টকে অন্যসব কয়েদির থেকে আলাদা স্থানে রাখা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার চারপাশে ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রহরী নিয়োজিত আছে। তার গতিবিধি ও আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা যায়, প্রথমে আইনজীবী রাখতে রাজি না হলেও পরবর্তীতে তাতে সম্মতি দেন ট্যারেন্ট।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!