• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিচয় শনাক্তে প্রয়োজন ডিএনএ টেস্ট


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১২:৪৬ পিএম
পরিচয় শনাক্তে প্রয়োজন ডিএনএ টেস্ট

ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় নিহতদের মধ্যে অনেকের মরদেহ শনাক্ত করার কোনো উপায় নেই। তাই ডিএনএ টেস্টই একমাত্র ভরসা বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ডিএনএ পরীক্ষায় ম্যাচ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ জন পুরুষ পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে।

এর আগে আগুন লাগার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই চলছে লাশের সন্ধান। একের পর এক ব্যাগ ভর্তি করে লাশ বের করা হচ্ছে। এরইমধ্যে নিহতের সংখ্যা ৭০ জন হলেও তা আরো বাড়তে পারে বলে জানা গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!