• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিবারের ৭ সদস্যসহ করোনায় আক্রান্ত চবি উপাচার্য শিরীণ আখতার


চট্টগ্রাম প্রতিনিধি জুলাই ১২, ২০২০, ০৩:০৭ পিএম
পরিবারের ৭ সদস্যসহ করোনায় আক্রান্ত চবি উপাচার্য শিরীণ আখতার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম : পরিবারের সাত সদস্য করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য শিরীণ আখতার।  শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তাদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান।

এ বিষয়ে তিনি বলেন, “হঠাৎ করেই উপাচার্য শিরীণ আখতার অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর শনিবার সন্ধ্যায় তার নমুনা পরীক্সার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ১৪ দিনের লকডাউন শুরু করে বিশ্ববিদ্যালয়টি। শনিবার পর্যন্ত চট্টগ্রামে ১১,৩৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এছাড়া এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ২১৪ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!