• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিষ্কার রাস্তায় ময়লা ফেলে ঢাবি উপচার্যের ফটোসেশন!


ঢাবি প্রতিনিধি আগস্ট ৫, ২০১৯, ০৮:৩০ পিএম
পরিষ্কার রাস্তায় ময়লা ফেলে ঢাবি উপচার্যের ফটোসেশন!

ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ঢাবির শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিষ্কার রাস্তায় কর্মচারীরা ময়লা ফেলার কিছুক্ষণ পর ‘ক্লিন ক্যাম্পাস উইক’ কর্মসূচি উদ্বোধন করতে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (৫ আগস্ট) তিনি ঘটনাস্থলে আসার পরই শুরু হয় ফটোসেশন উপাচার্যের রাস্তা পরিষ্কারের সেই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

প্রতক্ষ্যদর্শী এক শিক্ষার্থী বলেন, আমরা সকালেও এ জায়গাটি পরিষ্কার থাকতে দেখি। ভিসি স্যারের প্রোগ্রামের আগে দেখি বিভিন্ন, পলিথিন, প্লাস্টিকের চায়ের কাপ, ডাবের খোসাসহ বিভিন্ন জিনিস পড়ে আছে। এ ময়লাগুলো একটু আগেও পরিচ্ছন্ন কর্মীর ভ্যানে দেখেছি এখানে যে বর্জ্যগুলো পড়ে ছিল তা এখানকার বর্জ্যও না অন্য কোথাও থেকে এখানে এসব ময়লা ফেলা হয়েছে।

তবে ময়লা ফেলে তা পরিস্কারের ব্যাপারে উপাচার্যের কাছে জানতে চাইলে আগে থেকে ময়লা ফেলার ঘটনার সত্যতা মানতে রাজি হননি। 

তিনি বলেন, আমরা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য আহ্বান করব কেউ যেন ময়লা না ফেলে সে বিষয়ে অনুরোধ করব।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!