• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
মাঝ নদীতে আটকা চার ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ


মানিকগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৭, ২০১৮, ০৯:৪৮ এএম
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার নাসির হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘন কুশায়ার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’

‘এর ফলে পাটুরিয়া ঘাট এলাকায় আটটি, দৌলতদিয়ায় চারটি এবং মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।’

জানা গেছে, ঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শতাধিক গাড়ি। তবে এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চালু আছে। ফেরি চলাচল শুরু হলে যানজট কমে যাবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!