• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে প্রার্থীতা ফিরে পেলেন যারা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০১৮, ০১:৩৩ পিএম
প্রথম দিনে প্রার্থীতা ফিরে পেলেন যারা

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৫৪৩ জন। আজ থেকে শুরু হয়েছে তাদের আপিল শুনানি। ৮ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত অর্থাৎ টানা তিন দিনে এসব আপিল আবেদন শুনানি নিষ্পত্তি করবে ইসি।

প্রথম দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন যারা:
পটুয়াখালী-১ : সুমন সালামত;
পটুয়াখালী-৩ : গোলাম মাওলা রনি (বিএনপি);
পটুয়াখালী-৩ : মোহাম্মদ শাহজাহান;
বগুড়া-৭ : মোর্শেদ মিল্টন (বিএনপি);
ঢাকা-২০ : মো. তমিজ উদ্দিন (বিএনপি);
সাতক্ষীরা-২ : আফসার আলী (জেএসডি);
কিশোরগঞ্জ-২ : মেজর (অব.) আখতারুজ্জামান (বিএনপি);
ঝিনাইদহ-২ : প্রার্থী আব্দুল মজিদ (বিএনপি);
ঢাকা-১ : খন্দকার আবু আশফাক (বিএনপি);
গাজীপুর-২ : জয়নাল আবেদীন (জাতীয় পার্টি);
ব্রাহ্মণবাড়িয়া-৬ : জেসমিন নূর বেবী (জাতীয় পার্টি);
রংপুর-৪ : মোস্তফা সেলিম বেঙ্গল (জাতীয় পার্টি);
মানিকগঞ্জ-২ : আবিদুর রহমান রোমান (বিএনপি);
সিরাজগঞ্জ-৩ : মো. আইনাল হক;
গাজীপুর-২ : মো. মাহবুব আলম (জাতীয় পার্টি);
গাজীপুর-২ : মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি);
খুলনা-৬ : এস এম শফিকুল আলম মনা (বিএনপি);
হবিগঞ্জ-১ : জুবায়ের আহমেদ (ইসলামী ফ্রন্ট);
ব্রাহ্মণবাড়িয়া-৩ : আবদুল্লাহ আল হেলাল (জাতীয় পার্টি);
জামালপুর-৪ : ফরিদুল কবির তালুকদার (বিএনপি);
ঠাকুরগাঁও-১ : মিজানুর রহমান;
সিলেট-৩ : কাইয়ুম চৌধুরী (বিএনপি);
নেত্রকোনা-১ : নজরুল ইসলাম;
মাদারীপুর-১ : জহিরুল ইসলাম মিন্টু
চাঁপাইনবাবগঞ্জ-১ : শামসুল হুদা;
সাতক্ষীরা-২ : আফসার আলী

গত ২৮ নভেরের মধ্যে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে বাদ পড়েছে ৭৮৬টি, বৈধ প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে ২ হাজার ২৭৯টি।

তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!