• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭২ কৃতি শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২০, ১০:৩৭ এএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭২ কৃতি শিক্ষার্থী

ঢাকা : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কৃতি শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কার। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে আজ এ স্বর্ণপদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

ইউজিসি সূত্র জানিয়েছে, এবছর দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। এর মধ্যে ৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র। প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। 

এছাড়া আরো উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস, ইউজিসি সদস্য মো. সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রমুখ।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালগুলোর কৃতী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ দিতে ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!