• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনি নূরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০১৯, ০২:২৬ পিএম
বঙ্গবন্ধুর খুনি নূরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই

ঢাকা : বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরাতে কানাডার আদালতে করা মামলার শুনানি শেষ হয়েছে।

সোমবার (২৫ মার্চ) চার ঘণ্টা ধরে এ শুনানি চলে। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।

জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কানাডার অন্টারিওর ফেডারেল আদালতে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরানোর লক্ষ্যে করা মামলার শুনানি শুরু হয়। নূর চৌধুরীর বিষয়ে তথ্য সরবরাহের পাশাপাশি দীর্ঘ বিতর্ক হয়। বিচারপতি ও' রাইলির আদালতে বাংলাদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী জন টেরি।

আইনী প্রক্রিয়া শেষে নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে দৃঢ় প্রত্যয় জানিয়েছে কানাডায় বাংলাদেশ হাই-কমিশন।

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে দেশে বিচারের মুখোমুখি করতে সরকার দৃঢ়প্রত্যয়ী।

তিনি আরও বলেন, খুনি আবদুর রশিদ পাকিস্তানে,শরিফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে বলে ধারণা করা হচ্ছে। খুনি রিসালদার মোসলেহউদ্দিন আহমেদ জার্মানিতে। আবদুল মাজেদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় মারা গেছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে পাঁচজনের সাজা কার্যকর হয়। বাকিদের মধ্যে নুর চৌধুরী কানাডায় আছে। রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!