• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাইল্লা পোলা, আমেরিকার মাইয়ার ভালোবাসার গল্প


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০১৮, ১১:১৩ এএম
বরিশাইল্লা পোলা, আমেরিকার মাইয়ার ভালোবাসার গল্প

ঢাকা: ছেলে বাংলাদেশের আর মেয়ে আমেরিকার। প্রেমের টানে উড়ে এসে বরিশালের ছেলে মাইকেল অপু মণ্ডলকে বিয়ে করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়ে সারা কুন। সারা বাংলাদেশে আসেন গত ১৯ নভেম্বর। এর দুই দিন পর বিয়ে করেন অপুকে।

কিন্তু এই বিয়ের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে এ নিয়ে বয়ে যাচ্ছে মন্তব্যের ঝড়। এসব মন্তব্যের বেশিরভাইগই বর্ণবাদী এবং অবমাননাকর।

এই আন্ত-মহাদেশীয় প্রেমের পাত্রপাত্রীদের গায়ের রঙ নিয়ে কালোজাম ও চমচমের উপমাও টানা হয়েছে। মো. ফারুক হাসান জয় নামে একজন মন্তব্য করেছেন, ‘আবারো প্রমাণ হলো কালো কালো কাউয়ার কপালে সাদা সাদা পরী আসে।’

নিয়ামুল হাসান লিখেছেন, আমরা জিআরই, আইএলিএস-এর পেছনে ছুটবো ক্যান! রং মিস্ত্রির থেকে দিকনির্দেশনা নিয়ে এগুতে হবে।

এই বিয়ের ভবিষ্যৎ নিয়েও নানা রকম শঙ্কা এবং সন্দেহ প্রকাশ করা হয়েছে। মোস্তাফিজুর আর কামাল মন্তব্য করেছেন, বিয়ের পরে কি হয় সেটারও নিউজ কইরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা নাসরীন বলছেন, এ ধরনের মন্তব্যের পেছনে নানা ধরনের মনোভাব কাজ করে।

প্রথমত, এগুলো যে বর্ণবাদী মন্তব্য এবং এতে করো অনুভূতিতে আঘাত লাগতে পারে সে সম্পর্কে অনেকেরই কোন ধারণা নেই।

পাশাপাশি, এর মধ্যে একধরনের পরশ্রীকাতরতাও কাজ করে, বলছেন তিনি, যেন এই প্রেম তার সাথেও হতে পারতো।

অধ্যাপক নাসরীন আরো বলেন, মানুষ যে ধরনের গণ্ডীর মধ্যে বসবাস করে, যে শ্রেণিকে প্রতিনিধিত্ব করে, এসব মন্তব্য থেকে সে সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়।

এনগেজমেন্টের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অপু মণ্ডল জানিয়েছেন, গত বছর ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় সারা কুনের। এরপর থেকে নিয়মিত কথাবার্তা, অনুরাগ এবং প্রণয়। তারপরই নিজেদের যৌথ ভবিষ্যৎ সম্পর্কে সিরিয়াস চিন্তাভাবনা করতে শুরু করেন তারা।

গত ২০ নভেম্বর সারা বরিশালে গিয়ে পৌঁছানোর পর তাদের বিয়ের অনুষ্ঠান হয়। আর এই বিয়ে হয়েছে বাঙালি রীতি মেনে। গাঁয়ে হলুদ এবং আংটি পরিধানসহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা করা হয়েছে। এরপর আর্শীবাদ করেন চার্চের ফাদার। বিয়ের আনুষ্ঠানিকতার সময় সারা শাড়ি পড়েন। এরপর সারা ফিরে যাবেন ক্যালিফোর্নিয়ায়।

তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি এই বিয়েকে অনেক ফেসবুক ইউজার ভালবাসার বিজয় বলে বর্ণনা করেছেন।

আসলাম নামে একজন ইউজার বলছেন, প্রকৃত ভালোবাসা এখনো আছে বলেই পৃথিবী এতো সুন্দর।

কাজী নাহিদ বলছেন, বাংলাদেশ আর আমেরিকার এই সেতুবন্ধন মাইলফলক হয়ে রইবে।

কামরুন নাহার মুন্নী বলছেন, ভালবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রাণী। আশরাফুল আলম বলেছেন, আমাদের প্রেম আন্তর্জাতিক মানের।

এই ঘটনাটি নিয়ে নানা রকম রসালো মন্তব্যও করা হয়েছে ফেসবুকে।

হেনা ইসলাম জারা বরিশালের কথ্য ভাষায় লিখেছেন, ওরে এ দি মোগো বাড়ির সামনে, মুইতো খবরও পাইলাম না।

বিয়ের বাজারে বরিশালের বরদের চাহিদাকে তুলে ধরে রেজওয়ান চৌধুরী অনিক-এর মন্তব্য: বরিশাইল্লা পোলা কত টাকা তোলা?

রাবিয়া সুলতানা নিসার আশা: এই কিছুদিন আগে এক ব্রাজিলের মেয়ে আসছিলো। বিয়েও করছে। আর এখন মার্কিন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!