• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের হাতে আটক র‌্যাব সদস্যদের নিয়ে যা বললেন আসিফ নজরুল


সোনালীনিউজ ডেস্ক অক্টোবর ১২, ২০১৯, ০৭:১৪ পিএম
বিএসএফের হাতে আটক র‌্যাব সদস্যদের নিয়ে যা বললেন আসিফ নজরুল

কুমিল্লা সীমান্তে আটক র‌্যাবের তিন সদস্য মারধরের শিকার হওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল নিজের ফেসবুক পেজ থেকে একটি স্টেটাস দিয়েছেন। তিনি লিখেছেন, 

‘‘মাঝে মাঝে পত্রিকায় পড়ি বাংলাদেশের ভেতর ঢুকে দেশের মানুষকে পিটিয়েছে ভারতের সীমান্ত বাহিনী। কখনো তাদের আটক করতে দেখিনা বাংলাদেশের কোন বাহিনীকে, প্রতিবাদ করতেও দেখিনা। অথচ দেখলাম, ভুল করে সীমান্তের ভেতর চলে যাওয়ায় আমাদের ‌র‌্যাবের কয়েকজন সদস্যকে দুদিন আগে বেধড়ক পেটাল ভারতের সীমান্ত বাহিনী।

এ’ঘটনার এখনো প্রতিবাদ করলো না বাংলাদেশ সরকার। একটুও আত্নমর্যাদাবোধ নেই নাকি এদের?’’

তার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। মোহাম্মদ কিশোর মাহমুদ নামের একজন কমেন্ট করেছেন, অবৈধ সরকার অবৈধভাবে হ্মমতায় টিকে থাকার জন্য অনেক কিছুই এভাবে এড়িয়ে যাবে! কেননা রাষ্ট্র এখন অভ্যন্তরীণ ভাবে দুর্বলতম একটা রাষ্ট্র হয়ে পরেছে, শুধু হ্মমতায় টিকে থাকার জন্য!! 

Abul Kasem নামের একজন কমেন্ট করেছেন, "লজ্জা" নামক বিশেষণ যাদের ক্ষেত্রে ব্যবহার করা হারাম তাদের তরে " "আত্নমর্যাদা" কথাটার কোন অর্থ হয় কি স্যার???

Abu Bakar Siddique নামের একজন কমেন্ট করেছেন, প্র‌ত্যেকটা মানু‌ষের যেমন একটা ব্য‌ক্তিত্ব থা‌কে তেম‌নি রা‌ষ্ট্রেরও তা থা‌কে। কারো একটু বেশী কা‌রো কম। কিন্তু দু:‌খের বিষয় হ‌চ্ছে আমা‌দের রা‌ষ্ট্রের নুন্যতম ব্য‌ক্তিত্ব‌বোধ টুকুও নেই। এটা একটা ব্য‌ক্তিত্বহীন রাষ্ট্র।

উল্লেখ্য, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে মাদক উদ্ধার ও ব্যবসায়ীকে ধরতে গিয়ে র‌্যাবের তিন সদস্য ও দুই মহিলা সোর্সসহ পাঁচজন ভারতর সীমান্তরক্ষী বিএসএফের হাতে আটক হয়।

বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্তের ১০নং গেইট দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে বিএসএফ। বিজিবি-বিএসএফ এর মাঝে পতাকা বৈঠক শেষে প্রায় ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আশাবাড়ি সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।

আটককৃত তিন র‌্যাব সদস্য হলেন, কনস্টেবল রিদান বড়ুয়া, আবদুল মজিদ ও সৈনিক ওয়াহিদ এবং দুই নারী সোর্স লিজা ও তার খালা।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!