• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে ‘মানব কল্যাণে এসো কিছু করি’র নানা কর্মসূচি


জে.জাহেদ, চট্টগ্রাম ডিসেম্বর ১৭, ২০১৮, ১২:৪১ পিএম
বিজয় দিবসে ‘মানব কল্যাণে এসো কিছু করি’র নানা কর্মসূচি

চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে ‘মানব কল্যাণে এসো কিছু করি’ সংগঠনটি ফটিকছড়ির উপজেলার নাজিরহাট বাজারে অবস্থিত প্রধান কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

রোববার সকাল ১১টায় নাজিরহাট বাসস্ট্যান্ড পাশের শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে সংগঠনের নেতাকর্মীরা পুষ্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জানান। দুপুর ১২টায় ফটিকছাড়র দক্ষিণ সুয়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

এত সংগঠনের সভাপতি দুঃখী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট বাজার আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন।

জয়নাল আবেদিন বাপ্পুর সঞ্চালনায় প্রধান কার্যালয় উদ্বোধন করেন ‘মানব কল্যাণে এসো কিছু করি’ সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মুমিনুল হক (মুবিন)। পরে বর্নাঢ্য পরিবেশে আলোচনা সভা, অনুদান প্রদান ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আহম্মদ কবির (করিম), নাজিরহাট বাজার আদর্শ ব্যবসায়ী সহ সাধারন সম্পাদক জানে আলম মজুমদার, প্রেসিডিয়াম সদস্য জাবেদ, নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর, প্রবাসী সদস্য মোঃ রাশেদ, অর্থ সম্পাদক সেলিম তালুকদার মানিক, স্বাস্থ্য সম্পাদক সেলিম সুন্দরপুরী, দপ্তর সম্পাদক এইস এম শাকিল, সহ দপ্তর সম্পাদক বাবু, প্রচার সম্পাদক তানভীর।

এক পর্যায়ে সামাজিক সংগঠনের পক্ষ থেকে হাটহাজারী উপজেলার পূর্ব আলমপুর বড় মোহাদ্দেস সাহেব হুজুরের বাড়ীর মৃত মাওলানা এয়াকুবের পুত্র সন্তান পবিত্র কোরআনে হাফেজ (ব্লাড ক্যান্সারে আক্রান্ত) আনিসুর রহমান পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান, ফরহাদাবাদ মরহুম জামেয়ার পরিবারকে ১টি সেলাই মেশিন, পুর্ব আজীমপুর এক হতদরিদ্র পরিবারকে ৮ হাজার টাকার চেক প্রদান করেন।

পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বিজয় উৎসবের নানা কর্মসূচি ও অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!