• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বিশ্বনেতারা ভুলে গেলেও গুজরাট কসাইয়ের হিংস্রতা আমরা ভুলিনি’


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৮, ২০১৯, ১০:৪৬ এএম
‘বিশ্বনেতারা ভুলে গেলেও গুজরাট কসাইয়ের হিংস্রতা আমরা ভুলিনি’

ঢাকা : পাক-ভারত চলমান উত্তেজনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, ‘গুজরাট কসাই’ নরেন্দ্র মোদিকে এখন বিশ্বনেতারা ভুলে গেলেও আমরা তার হিংস্রতার কথা ভুলিনি।

বুধবার (৭ মার্চ) পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। খবর এক্সপ্রেস নিউজের।

এ সময় পাকিস্তানের হাতে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে তড়িগড়ি করে মুক্তি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিলাওয়াল ভুট্টো।

বিলাওয়াল ভুট্টো বলেন, পাকিস্তানে ঢুকে বিমান হামলা ও সীমান্তে উত্তেজনার জন্য একমাত্র দায়ী হলেন নরেন্দ্র মোদি। মোদি তো সেই ব্যক্তি, যিনি গুজরাটে মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছেন। মোদির হাতে হাজারো মুসলমানের রক্ত লেগে আছে।

বিলাওয়াল ভুট্টো বলেন, দেশের সংকটকালীন মুহূর্তে সামরিক বাহিনীর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী প্রধানসহ সামিরক বাহিনীর সকলে অত্যন্ত দক্ষতার সঙ্গে কঠিন এ পরিস্থিতির মোকাবেলা করেছেন।

এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সন্ত্রাসবাদ দমন ও পররাষ্ট্রনীতিতে আমরা সরকারের পলিসির সঙ্গে একমত, তবে ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ক্ষেত্রে ইমরান খান তাড়াহুড়া করেছেন।

পাকিস্তানে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য পিটিআই সরকারের কঠিন সমালোচনা করেন বেনজির-জারদারি পুত্র বিলাওয়াল।

পাক-ভারত উত্তেজনা নিরসনে সফল ভূমিকা রাখায় ইমরান খানকে নোবেল দেয়ার যে দাবি উঠেছে তার সমালোচনা করে ভুট্টো পরিবারের তরুণ এ উত্তরসূরী বলেন, ‘সংসদে অনেকেই ইমরান খানকে নোবেল দেয়ার দাবি করেছেন।

ইমরান সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভালো কাজ করেছেন। অন্যথায় বিষয়টি বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হতো। কারণ সেনারা সীমান্তে দেশের জন্য প্রাণ উৎসর্গ করছে, আর অ্যাসেম্বলিতে বসে আমরা প্রধানমন্ত্রীর নোবেল দাবি করছি।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!