• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনায় মৃত পাঁচ লাখ ৫০ হাজার ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৯, ২০২০, ০৯:২৬ এএম
বিশ্বে করোনায় মৃত পাঁচ লাখ ৫০ হাজার ছাড়াল

ঢাকা : বিশ্বজুড়ে করোনা মহামারীতে মৃত্যুর গতি কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এর মধ্যে পাঁচ লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে প্রাণঘাতী ভাইরাসটিতে। 

শুরু থেকে করোনাভাইরাসের পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল নয়টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি।   

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। সাড়ে ৪৪ হাজারের বেশি মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।

এরপরেই ইতালিতে মৃতের সংখ্যা প্রায় ৩৫ হাজার। ফ্রান্সকে ছাড়িয়ে পঞ্চম অবস্থানে উঠে আসা মেক্সিকোতে মারা গেছেন ৩২ হাজার ৭৯৬ জন। 

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ২১ লাখ ৬৪ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৩ হাজারের বেশি।

এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত এখন ৩১ লাখ ৫৯ হাজারের কাছাকাছি। দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ১৭ লাখ ১৬ হাজারের অধিক আক্রান্ত নিয়ে। ৭ লাখ ৬৯ হাজারের বেশি আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। দেশটিতে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

এরপরেই রাশিয়ায় আক্রান্ত ৭ লাখের অধিক। দেশটিতে মারা গেছেন ১০ হাজারের বেশি লোক। পঞ্চম স্থানে থাকা পেরুতে আক্রান্ত ৩ লাখ ১২ হাজারের বেশি। দেশটি মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

এদিকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৭ জনের।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!