• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংক লেনদেনের সময়সীমা কমে ২ ঘন্টা করা হয়েছে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২০, ০৪:৫০ পিএম
ব্যাংক লেনদেনের সময়সীমা কমে ২ ঘন্টা করা হয়েছে

ঢাকা: ব্যাংক লেনদেন কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজ দেড়টার মধ্যে শেষ করতে হবে।

ব্যাংকগুলোর জন্য আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নতুন এ সময় কার্যকর থাকবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে মঙ্গলবার (২৪ মার্চ) এক সার্কুলার লেটার জারি করা হয়েছে।

বর্তমানে সকাল ১০টা থেকে এক টানা বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন করা যেতো। বাকি ২ ঘন্টা অর্থাৎ ৬টা পর্যন্ত আনুষঙ্গিক কাজকর্ম করতেন ব্যাংকাররা। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এমতাবস্তায় বাংলাদেশ ব্যাংকও আলোচ্য ৫ দিন সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!