• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসার ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০১৮, ০১:০২ পিএম
ভিকারুননিসার ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকা: শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের তৃতীয় দিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বুধবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারি সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সকাল থেকেই বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একাংশ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ক্লাস-পরীক্ষাও বর্জন করে।

সকালে শিক্ষার্থীদের একটি বড় অংশ পরীক্ষায় অংশ নিলেও অপর একটি অংশ পরীক্ষায় অংশ নেয়নি। তারা বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।

তবে বেলা সাড়ে ১১টার দিকে স্কুল কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায়। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি হাসিনা বেগম ও মুশতারি সুলতানা হ্যান্ডমাইকে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!