• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুমিনুলের ছোট কাঁধে বড় দায়িত্ব


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৯, ১২:৩৮ পিএম
মুমিনুলের ছোট কাঁধে বড় দায়িত্ব

ঢাকা : ভারত সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। অথচ দলে দুজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন। তারপরও সাদা পোশাকের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে মুমিনুল হকের কাঁধে। এ যেন ছোট কাঁধে বড় দায়িত্ব। সাকিব আল হাসান নিষিদ্ধ পরবর্তী কঠিন সময়ে কঠিন সংস্করণের ভারই তার ওপর। ছোটখাটো গড়নের মুমিনুল বোঝেন এই দায়িত্বের ওজন। তিনি মনে করছেন এই অধিনায়কত্ব পাওয়াটা বদলে দেবে তার পারফরম্যান্সের গ্রাফও।

ক্যারিয়ারের শুরু থেকেই সাদা পোশাকে নিয়মিত পারফরমার মুমিনুল। এক সময় টেস্ট গড় নিয়ে গিয়েছিলেন অবিশ্বাস্য পর্যায়ে। সাদা পোশাকে দল করার সময় সবার আগে অবধারিতভাবেই আসত তার নাম। মাঝের কিছুটা খারাপ সময় পেরিয়ে টেস্টের এই নিয়মিত পারফর্মারই দলের অধিনায়ক।

টেস্ট অধিনায়কত্ব পাওয়ার আগে ৩৬ টেস্টের ক্যারিয়ারে ২ হাজার ৬১৩ রান করেছেন। আছে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮ সেঞ্চুরি আর ১৩ ফিফটি। তার যে প্রতিভা আর সামর্থ্য নিশ্চিতভাবে এই পরিসংখ্যান হতে পারত আরও ঝলমলে। মুমিনুল আশা দেখছেন অধিনায়কত্ব এবার তার পারফরম্যান্স আর ক্রিকেট বোধকে নিয়ে যাবে অনেক ওপরে, ‘নেতৃত্ব থাকায় আপনার ক্রিকেট নিয়ে জ্ঞানটা একটু বাড়ে, দায়িত্বও বাড়ে। আমার মনে হয় এখন আমার পারফরম্যান্সের উন্নতি হবে, ব্যাটিং আরেকটু ভালো হবে।’

অনেককে বাড়চি চাপেও ভেঙে পড়তে দেখা গেছে। মুমিনুল এসব কোনও কিছুই ভাবছেন না,‘ যখন নেতৃত্ব পেয়েছি তখন থেকে এই ব্যাপারটা কখনও অনুভব করিনি। অধিনায়কত্ব পাওয়ার আগে যেভাবে একজন ব্যাটসম্যান হিসেবে খেলছিলাম এখনও সেভাবে ব্যাটসম্যান হিসেবেই খেলব। আমি সবসময়ই ইতিবাচক ব্যাপারটা ভাবার চেষ্টা করি।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!