• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে অভিষেক হলো মির্জা আব্বাসের কনিষ্ঠপুত্র আযানের


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২০, ১২:১৬ পিএম
রাজনীতিতে অভিষেক হলো মির্জা আব্বাসের কনিষ্ঠপুত্র আযানের

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় নেমেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তবে প্রথমবারের মতো তাদের উপস্থিতি ছাপিয়ে আলোচনায় এসেছেন মির্জা পরিবারের কনিষ্ঠ সদস্য মির্জা আযান।  

রাজনীতিবিদ বাবা-মায়ের সঙ্গে সম্প্রতি তাকে ইশারাকের লিফল্যাটে হাতে দিনভর প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে।

বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বলছেন, এরই মধ্যদিয়ে আগামীতে ঢাকায় রাজনীতিতে মির্জা পরিবারের আগামী প্রজন্মের রাজনৈতিক মির্জা আরাফাত আব্বাস আযানের অভিষেক হয়ে গেল। 

মির্জা আযান আমেরিকা থেকে পলিটিক্যাল সাইন্সে উচ্চ শিক্ষা অর্জন করেছেন।

শুধু ইশরাকের প্রচারণাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘুড়ি মার্কায় বিএনপি সমর্থিত ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চাচা মির্জা আসলাম আসিফ (মির্জা শরিফ) এর নির্বাচনী প্রচারণার মধ্যদিয়ে বাবা-মা এর সাথে মির্জা আযানকে প্রথম রাজনীতির পথে হাটতে দেখা গেল।

আযান কি এখন থেকে দেশের রাজনীতিতে যুক্ত থাকবেন না, বিদেশে চলে যাবেন এমন প্রশ্নে মির্জা পরিবারের ঘনিষ্ঠ এক সদস্য জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে আযান দেশে থাকবেন কি থাকবেন না সেটা তার বাবা-মার ওপরই নির্ভর করছে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে আযান দেশে রাজনীতি নিয়ে খুব আশাবাদী। প্রবাসে থাকলেও সে দেশের প্রায় সব বিষয়েই খোঁজ খবর নিচ্ছে।    

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!