• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবিতে রোকেয়া দিবস পালিত


রাবি প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০১৮, ০৩:৫৬ পিএম
রাবিতে রোকেয়া দিবস পালিত

ছবি: সোনালীনিউজ

রাবি : রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) উদ্যোগে রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাকসু ভবনের সামনে থেকে র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রুডার সাধারণ সম্পাদক সোহেল রানা হিরোর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ড. এ কে এম আরিফুল ইসলাম।

সমাবেশে বক্তারা রোকেয়া দিবসকে ঘিরে তিনটি দাবি জানান, রোকেয়া হলের সামনে তার ভাস্কর্য স্থাপন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া দিবস উদযাপন করা ও রাবিতে রোকেয়া পদক চালু করা। পরে বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনার মুক্তমঞ্চে রুডার ৬৫তম প্রযোজনা নাটক মঙ্গাকাহিনী প্রদর্শিত হবে।

এতে রুডার সভাপতি আকাশ কুমারের সভাপতিত্বে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!