• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে বরখাস্ত করেছে বিসিবি


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৯, ০৯:৩৯ পিএম
লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে বরখাস্ত করেছে বিসিবি

ঢাকা: একজন লেগ স্পিনারের অভাব বাংলাদেশের বহুদিনের। একজন লেগ স্পিনারও নেই যে কিনা বাংলাদেশকে ভরসা দিতে পারেন। এ জন্য এবার নিয়ম করে দিয়েছে ঘরোয়া ক্রিকেটে একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক। যাতে তারা সুযোগ পেয়ে নিজেদের মেলে ধরতে পারেন। কিন্তু ঢাকা ও খুলনা বিভাগের কোচদের হাতে লেগ স্পিনার থাকার পরও তারা লেগ স্পিনার খেলাননি।

ঢাকার হয়ে খেলছেন জুবায়ের হোসেন। রংপুর বিভাগের আছেন রিশাদ হোসেন। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও এই ‍দুজনের জায়গা হয়নি। আর এতেই ক্ষিপ্ত হয়ে শাস্তি হিসেবে দুই দলের দুই কোচকে বরখাস্ত করেছে বিসিবি।

রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ স্কোয়াডেই রাখেননি লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এ নিয়ে বিস্ময়ের শেষ নেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের, ‘মানসিকতা দেখেন, আমরা লেগ স্পিনার হন্যে হয়ে খুঁজছি। আর এত বলার পরও স্কোয়াডেই রাখেনি রিশাদকে। ওকে কদিন আগে আমরা শ্রীলঙ্কায় নিয়ে গেছি। অথচ বিভাগীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না।’

দুই লেগ স্পিনারকে কেন উপেক্ষা করা হলো এ নিয়ে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সামনে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘দেখেন আমরা লেগ স্পিনার নিয়ে এত কথা বলছি, এনসিএলে (জাতীয় লিগ) লেগ স্পিনার রিশাদকে এখনও খেলানো হয়নি। লিখনকেও (জুবায়ের) খেলানো হয়নি। এত কিছু বলার পরও...। আমরা আপাতত যেটা করেছি সেটা হলো এনসিএলে কেন খেলায়নি লেগ স্পিনারদের, দুই কোচকে তলব করা হয়েছে আজকে। জানতে চাইব বলার পরেও কেন খেলানো হলো না।’

ব্যাখ্যা তো দিতেই হবে দুই কোচকে। সন্ধ্যায় বিসিবি খুব দ্রুত তাঁদের বাদ দিয়ে নতুন দুই কোচকে দায়িত্ব দিয়েছে বলে নিশ্চিত করেছেন বোর্ডের একটা সূত্র। ঢাকা বিভাগের কোচ হিসেবে জাহাঙ্গীরের জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম আর রংপুরের মাসুদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জাফরুল এহসানকে। দুজন এরই মধ্যে ভেন্যুতে রওনা দিয়েছে বলে জানিয়েছে বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!