• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২০, ০৩:৫৯ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে: শিক্ষামন্ত্রী

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ছুটি বাড়ছে, শিগগিরই তারিখ জানানো হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে অনলাইন মতবিনিয়ম সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

অনলাইন মতবিনিময় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আরও ১ মাস

সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে অনলাইনে পাঠদান চলছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!