• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শূন্যে লাফিয়ে মাশরাফিকে উইকেট উপহার দিলেন তামিম


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৮, ০৪:২৭ পিএম
শূন্যে লাফিয়ে মাশরাফিকে উইকেট উপহার দিলেন তামিম

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভ তামিম ইকবাল। ভাল ফিল্ডার হিসাবেও সুখ্যাতি রয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই প্রমাণ আরও একবার দিলেন দেশ সেরা ওপেনার। মাশরাফির বলে ড্যারেন ব্রাভোর ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি তামিম যেভাবে তালুবন্দী করলেন তা অনেক দিন মনে থাকবে দর্শকদের।  

ম্যাচের ২১তম ওভারে মাশরাফি মর্তুজার করা বল উড়িয়ে মারতে চেয়েছিলেন ড্যারেন ব্রাভো। কিন্তু ঠিকভাবে ব্যাটে সংযোগ না ঘটায় বলটি আকাশে উঠে যায়। লং অফ থেকে দৌঁড়ে তারপর শূন্যে লাফিয়ে বলটি তালুবন্দি করেন তামিম ইকবাল। বাংলাদেশি ওপেনারের ক্যাচ নেওয়ার পুরো দৃশ্য জায়ান্ট স্ক্রিনে আবার দেখে উৎসবে মেতে উঠে পুরো গ্যালারি।

তবে একাধিকবার ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ব্রাভোই পেয়েছেন দুবার জীবন। মোস্তাফিজুর রহমানের বলে পয়েন্টে আরিফুল হক ছেড়ে দেন সহজ সুযোগ। পরে রুবেল হোসেনের বলে ১৮ রানে থাকা ব্রাভোর ক্যাচ ফেলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দ্বিতীয় জীবন পাওয়ার পর ব্রাভো অবশ্য করতে পারেন আর মাত্র ১ রান।

বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন পরেও। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও কাজে লাগাতে পারেননি সেসব সুযোগ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৭ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকছে ক্যারিবিয়ানরা। যার তিনটি নিয়েছেন অধিনায়ক মাশরাফি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!