• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে সাপ দেখে এমপি-মন্ত্রীদের দৌড়


নিউজ ডেস্ক জুলাই ২৭, ২০১৯, ০৪:১৯ পিএম
সংসদে সাপ দেখে এমপি-মন্ত্রীদের দৌড়

ঢাকা: সংসদ ভবনে সাপ! নিশ্চয় শিরোনাম পড়ে অবাক হচ্ছেন, তবে ঘটনাটি সত্য। বৃহস্পতিবার (২৫ জুলাই) নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক পার্লামেন্ট ভবনে এই ভয়ানক কাণ্ডটি ঘটে।

দেশটির পার্লামেন্টে ভবনে সাপ দেখা মাত্রই দৌড়ে পালান সংসদ সদস্যরা।

ওনদো প্রদেশের আইনপ্রণেতাদের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ওলুগবেঙ্গা ওমোলে জানান, ‘আমরা যখন অধিবেশনের জন্য পার্লামেন্ট কক্ষে ঢুকি, তখন দেখি, একটা বিরাট সাপ ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আইনপ্রণেতাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও কেউ সাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হননি।’

জানা যায়, সাপটি অধিবেশন কক্ষের ছাদ থেকে মেঝেতে আছড়ে পড়েছিল। পরে ওই সাপটিকে মেরে ফেলা হয় বলে জানা গেছে।

এএফপি জানিয়েছে, অর্থের অভাবে পার্লামেন্ট ভবনের সংস্কারকাজও ঠিকমতো হচ্ছে না। তাই সাপ ওখানে আশ্রয় নিতে পেরেছিল।

সাপ কাণ্ডের পর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ ঘটনায় আইনপ্রণেতারা ঘোষণা দিয়েছেন পুরো সংস্কার কাজ শেষ না হলে এবং নিরাপত্তা জোরদার না হলে ফিরবেন না তারা।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!