• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
গুলশানে মির্জা ফখরুল

সরকার দেশকে রাজনীতিশূন্য করে দিচ্ছে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৯, ০৪:২৮ পিএম
সরকার দেশকে রাজনীতিশূন্য করে দিচ্ছে

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে দিচ্ছে। 

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে দিচ্ছে। বিরাজনীতিকরণ করছে, যাতে দেশের মানুষ রাজনীতি করতে না পারে। রাজনৈতিক দলগুলো যেন রাজনীতি করতে না পারে। তার জন্য সংবিধানে একে একে পরিবর্তন নিয়ে আসছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে— এ দেশে একদল থাকবে, আর কোনো দল থাকবে না। এটা তাদের সেই পুরনো দিনের ইচ্ছা। আগে বাকশাল করেছিল, বর্তমান আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির সামনে অনেক বড় ও কঠিন কাজ রয়েছে। মনে রাখতে হবে, সংগঠনের বিকল্প কিছু নেই। সংগঠন থাকলে আন্দোলন ও নির্বাচনে সফল হতে পারবেন। দলের নেতাকর্মী হিসেবে আপনাদের বিষয়টা মনে রাখতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এসময়ে বিএনপিতে তার (আব্দুল করিম) যোগদান আমাদের অনুপ্রাণিত করছে যে, আমরা সঠিক পথে আছি। বিএনপির রাজনীতি সঠিক পথে আছে। করিম সাহেবের বক্তব্যে সেটা উঠে এসেছে।’

তিনি বলেন, ‘৭২ সালেও রক্ষীবাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছিল। আজকেও চারদিকে দুঃশাসন। দেশে কোনো আইনশৃঙ্খলা নেই। মানুষকে হত্যা করা হচ্ছে, নারী-শিশুদের ধর্ষণ করা হচ্ছে। বিনাবিচারে হত্যা করা হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবার আগে তার মুক্তি চাই। কারণ, তিনি গণতন্ত্রের প্রতীক।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘অবিলম্বে অনৈতিক, অগণতান্ত্রিক এই সরকার, যারা নির্বাচন না করে ক্ষমতা দখল করে নিয়েছে তাদের পদত্যাগসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। বর্তমান নির্বাচন কমিশনকেও বাতিল করে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠন করতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে আগেই। সর্বশেষ কোরবানির চামড়া, যে চামড়া বিক্রি করে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো তাদের ভরণপোষণের অর্থ সঞ্চয় করে। আজকে সেই চামড়া শিল্পকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের মতো দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে। আর চামড়া নিয়ে সরকারের কোনও নীতি না থাকার কারণে চামড়া শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!