• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারি চাকরিজীবীদের ভাতা ৩০ শতাংশ বাড়ল


সোনালীনিউজ ডেস্ক ডিসেম্বর ১৮, ২০১৯, ০৯:০৬ পিএম
সরকারি চাকরিজীবীদের ভাতা ৩০ শতাংশ বাড়ল

ঢাকা: ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি কর্মচারীদের দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার। ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ বুধবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অনুবৃত্তিক্রমে ব্যয়বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি কর্মচারীদের দৈনিক ভাতা সাধারণ হরের চেয়ে অতিরিক্ত ৩০ শতাংশ হারে নির্ধারণ করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!