• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামরিক অনুমোদন পেলো চীনের করোনা ভ্যাকসিন


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৯, ২০২০, ০৫:২২ পিএম
সামরিক অনুমোদন পেলো চীনের করোনা ভ্যাকসিন

ঢাকা: এবার সামরিক অনুমোদন পেলো চীনের তৈরি করোনা ভ্যাকসিন। চাইনিজ বায়োফর্মাসিউটিক্যাল সংস্থা ক্যানসাইনো এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, সামরিক দলের সাথে গবেষণার পর করোনার ভ্যাকসিন (অ্যাড ৫-এনসিওভি) এক বছরের মেয়াদসহ বিশেষ সামরিক ড্রাগ অনুমোদন পেয়েছে।

যদিও অ্যাড ৫-এনসিওভি বর্তমানে সামরিক লোকজনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ। কেন্দ্রীয় সামরিক কমিশনের অধীনে স্বাস্থ্য ব্যুরোর অনুমোদন পেলে সাধারণ মানুষও ব্যবহার করতে পারবো। ক্যানসাইনো এবং মিলিটারি মেডিকেল সায়েন্স একাডেমির অধীনে বায়োটেকনোলজি ইন্সটিটিউট যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে।

ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলে দেখা যায়, ভ্যাকসিনের মাধ্যম উচ্চ স্তরের হিউমারাল এবং সেলুলার ইমিউন প্রতিক্রিয়া দেখায়। অ্যাড ৫-এনসিওভি করোনা রোগ প্রতিরোধ করতে পারে।

গত মার্চে এটি মানবদেহে প্রয়োগের অনুমতি দেওয়া হয়।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!