• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে দায়িত্বরতদের মাঝে ইফতার নিয়ে ‘ওমেন্স কর্নার’


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০১৯, ১২:১২ পিএম
সড়কে দায়িত্বরতদের মাঝে ইফতার নিয়ে ‘ওমেন্স কর্নার’

ঢাকা : পরিবারের সঙ্গেতো নয়ই, বেশিরভাগ সময়ই ইফতার করতে হয় ব্যস্ততম রাস্তায়। সারাদিন রোজা রেখে উচ্চ শব্দের মাঝে একটুও ভেঙে না পড়ে উল্টো দায়িত্ব ভেবে হাসিমুখেই কাজ করে যান কিছু মানুষ।

বুকভরা কষ্ট থাকলেও মুখে আক্ষেপ নেই সড়কে যানজট সামলানো ট্রাফিক পুলিশ এবং ব্যাংকের এটিএম বুথ পাহারায় থাকা এসব মানুষদের।

সারাদিন রোজা রেখে দায়িত্ব পালনের পরও হাতে একমুঠো মুড়ি এবং সাধারণ পানি দিয়েই ইফতার করতে দেখা যায় অনেককেই।

শুধু তারাই নয়, সাধারণ খেটে খাওয়া রিকশা চালকদেরও ইফতার কাটে অতি সাধারণভাবে। রিকশার সিটে বসে একমুঠো মুড়ি সঙ্গে সামান্য ছোলা-পিয়াজু মধ্যেই তৃপ্তি খুঁজে নেন পরিশ্রমী এসব মানুষগুলো।

এবার সেই সকল মানুষদের কাছে ইফতার নিয়ে হাজির হলো সামাজিক সংগঠন ‘ওমেন্স কর্নার’।

শুক্রবার (২৪ মে) বিকেলে সাধ্যমতো রাজধানী বাড্ডায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ, এটিএম বুথের গার্ড ও রিকশা চালকদের মাঝে ইফতার নিয়ে হাজির হলো সংগঠনটির দায়িত্বরতরা।

ওমেন্স কর্নার মনে করে, ইফতার করা এবং করানোর মধ্যে রয়েছে অশেষ সওয়াব ও কল্যাণ। সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি, সংবেদনশীলতা, পারস্পরিক সহমর্মিতা, অন্যের প্রতি ভালোবাসার উপলব্ধি ঘটে এবং এটি আরও বেশি উজ্জ্বল ও উদ্ভাসিত হয়ে ওঠে ইফতারের মাধ্যমে।

ওমেন্স কর্নারের ওয়েবসাইট : https://www.womenscorner.com.bd/
ফেসবুক পেজ : https://www.facebook.com/womencornerbd
ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!