• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারুনের এমপি পদ কেন শূন্য ঘোষণা হবে না জানতে রুল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২০, ০২:৪৯ পিএম
হারুনের এমপি পদ কেন শূন্য ঘোষণা হবে না জানতে রুল

ফাইল ছবি

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

জানা গেছে, এমপি হারুন একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামী। গত বছরের অক্টোবরে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে, তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!