• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ


দিনাজপুর প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২০, ০৩:০৫ পিএম
হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

ঢাকা: ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।   

রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া হবে না। তবে হিলি বন্দরের সকল কার্যক্রমসহ চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।  

বাংলা হিলি কাস্টমস সিআন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেন।

হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারের কোনো সম্পর্ক নেই। চেকপোস্ট সকল ধরণের সরকারী ও বেসরকারী ছুটির আওতামুক্ত থাকে। তাই একারণে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সোনালীনিউজ/এসএ/এসআই

Wordbridge School
Link copied!