• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ নভেম্বর থেকে রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৯, ১০:৪৯ পিএম
৬ নভেম্বর থেকে রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি

ঢাকা : সংসদ অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিতকরণ করতে কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৫ নভেম্বর)   ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) এই নিষেধাজ্ঞা জারি করেন।

আগামী ৭ নভেম্বর থেকে ১১তম জাতীয় সংসদের ৫ম অধিবেশনকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞায় বলা হয়- ৬ অক্টোবর, ২০১৯ বুধবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

১১তম জাতীয় সংসদের ৫ম অধিবেশন (২০১৯ সালের ৫ম) শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!